➡️যুক্তরাজ্যের সাংবিধানিক কনভেনশনসমূহের উদ্দেশ্য :

🔸যুক্তরাজ্যের শাসন ব্যবস্থায় কনভেনশনসমূহ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। জেনিংস এর মতে, ইহা ব্রিটিশ সংবিধানের মূল চালিকা শক্তি। এগুলির মাধ্যমেই আইন বাস্তবায়িত হয়।

🔸মার্শাল ও মুভির মতে, কনভেনশন বলতে এমন কতকগুলাে প্রথাকে বুঝায়, যা শাসনতন্ত্রের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের জন্য মেনে চলা বাধ্যতামূলক, কিন্তু তা আদালতের মাধ্যমে বলবৎযােগ্য নয়।

🔸বাজার সাথে মন্ত্রীদের এবং মন্ত্রীদের সাথে পার্লামেন্টের সম্পর্ক, পার্লামেন্টের কার্যপদ্ধতি,
পার্লামেন্টের অধিবেশন, ইত্যাদি অনেক বিষয় শাসনতান্ত্রিক কনভেনশনের অন্তর্ভুক্ত। এগুলিকে
শাসনতন্ত্রের অলিখিত বিধান বা শাসনতান্ত্রিক প্রথা হিসেবে অভিহিত করা হয়।

🔸 এগুলি আইনের পরিপূরক হিসেবে কাজ করে। শুধু তাই নয়, এগুলি আইনের প্রয়ােগকে নিয়ন্ত্রিত করে। পরিবর্তনশীল অবস্থার সহিত আইনকে খাপ খাওয়ানাের জন্য কনভেনশনগুলি ব্যবহার।করা হয়। আইন ভঙ্গ করলে শাস্তির ভয় থাকে, কিন্তু কনভেনশন ভঙ্গ করলে জনমতের চাপ থাকে এবং জনগণ বিক্ষুব্ধ হতে পারে।

🔹 মােটের উপর পরিবর্তনশীল সামাজিক মূল্যবােধের সাথে আইন ব্যবস্থা ও শাসন ব্যবস্থার একটা ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যেই যুক্তরাজ্যে
সাংবিধান কনভেনশনসমূহ গড়ে উঠেছে এবং সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছে।

🔸কনভেনশনগুলাে ব্রিটিশ সংবিধানের অখণ্ড অংশ :

➡️গ্রেট ব্রিটেনে ৪ ধরনের কনভেনশন বা শাসনতান্ত্রিক রীতিনীতি গড়ে উঠেছে। এগুলি
নিম্নরূপ :

🔸 রাজার বিশেষ ক্ষমতা ও মন্ত্রিপরিষদ সম্পর্কিত

উদাহরণ :

🔹রাজা বা রাণী কমন্সসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মন্ত্রিপরিষদ গঠন করতে
আমন্ত্রণ জানান।

🔹 প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাজা বা রাণী অন্যান্য মন্ত্রীদেরকে নিয়ােগ করে থাকেন।

🔹 রাজা কখনাে ভেটো প্রয়ােগ করেন না।

🔹 পার্লামেন্ট সম্পর্কিত

উদাহরণ :

🔹 বছরে কমপক্ষে একবার পার্লামেন্টের অধিবেশন বসবে।

🔹 অর্থ সংক্রান্ত বিল কমন্সসভায় পেশ করা হয়।

🔹কমন্সসভা ও লর্ডস সভার মধ্যে কোনাে বিরােধ দেখা দিলে কমন্সসভা প্রাধান্য পায়।

🔹 ডােমিনিয়ন সম্পর্কিত

উদাহরণ :

🔹 ডােমিনিয়ন মন্ত্রিসভার পরামর্শ ব্যতিরেকে রাজা বা রাণী ডােমিনিয়নের গভর্নর
জেনারেল নিয়ােগ করেন না।

🔹 ডােমিনিয়নের পরামর্শ ব্যতিরেকে ব্রিটিশ পার্লামেন্ট ডােমিনিয়ন জনগণের জন্য
কোনাে আইন প্রণয়ন করে না।

🔹 মন্ত্রিপরিষদ সম্পর্কিত

🔸উদাহরণ :

➡️প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান হিসেবে গণ্য। তিনি কমন্সসভার সদস্যও বটে।

➡️ মন্ত্রিপরিষদের সদস্যগণ ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে পার্লামেন্টের নিকট দায়ী
থাকেন এবং পার্লামেন্টের আস্থা হারালে পদত্যাগ করতে হয় ।

⭕কনভেনশনগুলাে সংহিতাকারে লিপিবদ্ধ না করা সাংবিধানিক কনভেনশনগুলিকে সংহিতাকারে লিপিবদ্ধ করা হয়নি, কেননা তাহলে তা আইন হিসেবে গণ্য করা হতাে।

⚫ব্রিটিশ জনগণ কনভেনশনগুলি মান্য করে কিন্তু তা আইন হিসেবে দেখতে চায় না। আইন প্রয়ােগ করতে এ সকল কনভেনশনগুলি ব্যবহৃত হয়।

🟣কনভেনশনগুলি অমান্য করলে জনমতের চাপে তা আইনে পরিণত হতে পারে এরূপ আশঙ্কার সংশ্লিষ্ট সকলে কনভেনশন মেনে চলে।বি অনুযায়ী হাউজ অব লর্ডস এর গঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *