➡️উৎসে কর কর্তন : আয়কর অধ্যাদেশ অনুযায়ী করদাতা যে বছর আয় করে তার
পরের বছর কর নির্ধারণ করা হয়।

🔸 কিন্তু এমন কতগুলাে আয় আছে সেগুলাে করদাতা যখন প্রাপ্ত হয় তখনই কেটে রাখা হয একে বলে উৎসে কর কর্তন।

🔸১৯৮৪ সালের আয়কর
অধ্যাদেশের ৪৮ থেকে ৬৩ ধারা পর্যন্ত এ সম্পর্কিত বিধানাবলি রয়েছে। উৎসে যে কর কর্তন করা হয় করদাতার কর নির্ধারণের সময় তা বিবেচনা করা হয়—তা নিয়মিত কর প্রদান করা
হয়েছে বলে গণ্য করা হয়।

➡️উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেয়ার সময়সীমা :

🔹অধ্যাদেশের ৫৯ ধারায় বিধান রয়েছে যে, সকল কর্তিত অর্থ যে ব্যক্তি কর্তন করেছে সে
বিধি দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দিবে। বিধি ১৩তে বলা হয়েছে।
যে, কর্তিত অর্থ এক সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

🔹উৎসে কর কর্তন করতে বা নির্দিষ্ট সময়ে জমা দিতে ব্যর্থতার পরিণাম :

🔸অধ্যাদেশের ৫৭ ধারায় বলা হয়েছে যে, উৎসে কর কর্তন করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃপক্ষ কর কর্তন করতে ব্যর্থ হলে বা সময়মতাে সরকারি কোষাগারে জমা দিতে ব্যর্থ হলে ।

🔴উক্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ খেলাপী করদাতা হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে যে তারিখে কর জমা।

➡️দেয়ার কথা সেদিন হতে যে দিন প্রকৃতপক্ষে কর জমা দিবে ঐ সময়কালীন ২% হারে অধিক
অর্থ জমা দিবে।

🔸ঠিকাদারের বিল হতে কর্তন :
অধ্যাদেশের ৫২ ধারা অনুযায়ী ঠিকাদারকে অর্থ প্রদান করা হলে অর্থ প্রদানকারী কর্তৃপক্ষ
অর্থ প্রদান করার সময় নিমােক্ত হারে উৎস স্থলে কর কর্তন করে রাখবেন : (বিধি-১৬)

🔹 ১ লক্ষ টাকা পর্যন্ত পরিশােধের জন্য শূন্য
🔹 ১ লক্ষের বেশি এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত ১%
🔹৫ লক্ষের অধিক এবং ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২.৫%
🔹 ১৫ লক্ষের অধিক এবং ২৫ লক্ষ টাকা পর্যন্ত ৩.৫%
🔹২৫ লক্ষের অধিক ৪%

➡️অনিবাসীর আয় হতে কর্তন : অধ্যাদেশের ৪৬ ধারার বলা হয়েছে যে, কোনাে অনিবাসিক
করদাতাকে অর্থ প্রদান করা হলে প্রদানকারী কর্তৃপক্ষ নিমােক্ত হারে কর কর্তন করে রাখবেন।

🔸প্রাপক যদি অনিবাসিক কোম্পানি হয়, তাহলে ২০%
🔸 কোম্পানি ব্যতীত অনিবাসিক ব্যক্তি, তাহলে ২৫%
🔸 অনিবাসিক বাংলাদেশী কোম্পানি হলে, ১০ %

➡️বাড়িভাড়া হতে কর্তন : অধ্যাদেশের ৫৩ এ ধারায় বলা হয়েছে যে, গৃহ সম্পত্তির ভাড়া
যদি কোনাে সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, পাবলিক লিমিটেড
কোম্পানি বা সরকারি কোনাে আর্থিক সংস্থা হয় তাহলে সম্পত্তির মালিককে ভাড়া প্রদান করার
সময় নিমােক্ত হারে কর কর্তন করে রাখবেন (বিধি-১৭ বি):

▪️মাসিক ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়ার ক্ষেত্রে শূন্য
▪️ মাসিক ২০ হাজারের বেশি কিন্তু ৪০ হাজার পর্যন্ত ৩%
▪️ মাসিক ৪০ হাজার এর উর্ধ্বে ৫%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *