আইন কলেজে ভর্তির যোগ্যতা:
আপনি যদি অনার্স / ডিগ্রী / ফাযিল পাস করে আইন পেশায় যুক্ত হতে চান, অর্থাৎ এক জন আইনজীবী অথবা ম্যাজিস্ট্রেট হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এল এল বি প্রফেশনাল কোর্স আপনার জন্য। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অথবা মাদ্রাসা থেকে ফাজিল পাস করেছেন, তারাও এই কোর্সে ভর্তি হতে পারবেন।
শুধু তাই নয়, পূর্বে ব্যারিস্টার হবার জন্য ব্রিটিশ আইনে অধ্যয়ন করতে হলেও বর্তমানে যে কোন আইনজীবী ব্রিটিশ আইনে অনার্স না করেও শুধু মাত্র আইনজীবী সনদ দিয়ে খুব সহজেই Bar Transfer Test (BTT) এর মাধ্যমে ব্যারিস্টার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।
✔✔ সরকারি ল কলেজে ভর্তির যোগ্যতাঃ
অনার্স/ডিগ্রী/ফাজিল পরিক্ষায় ৪০% নম্বর থাকতে হবে। এই সময়ে অন্য কোন কোর্স করা যাবে না। ডিগ্রী ৩ বৎসর মেয়াদি হতে হবে।
✔ ভর্তির পদ্ধতিঃ
এস এস সি, এইচ এস সি ও স্নাতক এর সনদপত্র ও নাম্বার পত্র, জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট সাইজ ছবি ৪ কপি নিয়ে আবেদন পত্র জমা দিয়ে ভর্তি হতে হবে।
✔ ভর্তি ইচ্ছুকদের জন্য নির্দেশনাঃ
যারা এখনো ভর্তি নিশ্চিত করেন নাই, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে নির্দেশ প্রদান করা হল।
✔ ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রদত্ত আসন সংখ্যার উপরে নির্ভরশীল, তাই আসন শেষ হয়ে গেলে ভর্তি কোন ভাবেই সম্ভব নয়।
✔ যেকোনো ভর্তি গ্রহণ বা বতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
✔যোগাযোগের মাধ্যমঃ
মোবাইলঃ০১৮২৭১২৫৩৫৯
এলএলবি ভর্তির যোগ্যতা| এলএলবি ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩| জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ভর্তি| আইন কলেজে ভর্তির যোগ্যতা| সরকারি আইন কলেজের তালিকা| ২ বছর মেয়াদী এলএলবি ভর্তি| সরকারি ল কলেজে ভর্তির যোগ্যতা|
বিস্তারিত তথ্যের জন্য: