➡️প্রধান পরিদর্শক : বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ২(৪৭) এর সংজ্ঞায়
বলা হয়েছে যে, প্রধান পরিদর্শক অর্থ এই আইনের কিংবা অধ্যায়ের অধীন উক্ত পদে নিযুক্ত কোনাে ব্যক্তি।
🔸প্রধান পরিদর্শকের ক্ষমতা ও কার্যাবলি :
🟣শ্রম আইন, ২০০৬ এর ৩১৯ ধারা অনুযায়ী প্রধান পরিদর্শকের ক্ষমতা ও কার্যাবলি এই আইনের উদ্দেশ্য সাধনের জন্য একজন প্রধান পরিদর্শক তার এখতিয়ারাধীন।
🔴এলাকায় নিম্নরূপ ক্ষমতা প্রয়ােগ ও দায়িত্ব পালন করবেন :
🔹প্রয়ােজনীয় সহকারী সহকারে, তার বিবেচনায় কোনাে প্রতিষ্ঠান হিসেবে গণ্য বা ব্যবহৃত কোনাে স্থান, আঙ্গিনা, নৌযান বা যানবাহনে যে কোনাে যুক্তিসঙ্গত সময়ে প্রবেশ, পরিদর্শন এবং পরীক্ষা কার্য পরিচালনা করতে পারবেন।
🔹 আইন অনুযায়ী রক্ষিত কোনাে রেজিস্টার রেকর্ড, নথিপত্র, নােটিশ, প্রত্যয়নপত্র বা অন্যান্য দলিল চাইতে পারেন, পরীক্ষা করতে পারেন, আটক করতে ও নকল নিতে পারেন।
🔹শ্রমিক সম্পর্কিত বিধি-বিধান যথাযথভাবে মানা হচ্ছে কিনা তার অনুসন্ধান করতে পারেন।
🔹কোনাে প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত বা অব্যবহিত পূর্ববর্তী ২ মাসের মধ্যে কর্মরত ছিলেন এরূপ ব্যক্তির এই আইন বা বিধি-বিধান সম্পর্কিত কোনাে বিষয়ে জবানবন্দি এহণ করতে পারেন।
🔹জবানবন্দি বা পরীক্ষা গ্রহণের পর এতদসংক্রান্ত কাগজপত্রে সে ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করবেন।
🔹প্রয়ােজন হলে মালিক বা তৎকর্তৃক নিযুক্ত কোনাে ব্যক্তির নিকট রক্ষিত কোনাে
রেজিস্টার, রেকর্ড বা অন্যান্য কাগজপত্র চাইতে পারেন।
🔹এই আইনের আওতায় অন্য কোনাে ক্ষমতা প্রদান করা হলে তার প্রয়ােগ করতে
পারেন।
➡️ এই আইনের বিধান অনুযায়ী পরিদর্শনের জন্য পরিদর্শকের তলব অনুযায়ী
প্রতিষ্ঠানের মালিক সকল ব্যবস্থা গ্রহণ করবেন।
➡️প্রত্যেক মালিককে এই আইনের বিধি-বিধান অনুযায়ী সকল রেকর্ড ও কাগজপত্র পরিদর্শকের চাহিদা অনুযায়ী সরবরাহ করবেন।
🔸 এই আইনের বিধি-বিধান মােতাবেক তলবকৃত সৰ
সকল কাগজপত্র আটক করতে পারবেন।
➡️ প্রধান পরিদর্শক বা তার অধস্তন কোনাে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে কোনাে অপরাধের জন্য শ্রম আদালতে অভিযােগ পেশ করতে পারবেন।
🔹প্রধান পরিদর্শকের আদেশের বিরুদ্ধে আপিল :
🔹প্রধান পরিদর্শকের কোনাে আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ মালিক আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারবেন। আপিল কর্তৃপক্ষ বলতে সরকারকে বা
তঙ্কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত অন্য কোনাে কর্তৃপক্ষকে বুঝাবে।
🔸আপিল কর্তৃপক্ষ বিধি বিধান মােতাবেক বিবেচনা করে উক্ত আদেশ বহাল রাখতে অথবা পরিবর্তন বা বাতিল করতে পারবেন।