➡️প্রস্তাব : চুক্তি আইনের ২

🔸ধারামতে যখন এক ব্যক্তি অপর ব্যক্তির সম্মতি লাভের অভিপ্রায়ে কোনাে কাজ করার বা করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে তখন সে ব্যক্তি প্রস্তাব করেছে বলা যায়। [When one person signifies to another his
willingness to do or to abstain from doing anything with a view to obtaining the
assent of that other to such act or abstinence he is said to make a proposal,- Sec 2

🔸প্রস্তাবের নিয়মাবলি : উপরােক্ত সংজ্ঞাটি বিশ্লেষণ করলে প্রস্তাবের যে সকল নিয়মাবলি
লক্ষ করা যায় তা নিম্নরূপ :

🔸) প্রস্তাবের মধ্যে একটা সুস্পষ্ট ইচ্ছার প্রকাশ থাকবে,
এই ইচ্ছা কোনাে কাজ করা বা করা হতে বিরত থাকা সম্পর্কে হতে হবে;

🔹 এই ইচ্ছা যার নিকট প্রকাশ করা হয় তার সম্মতি লাভের উদ্দেশ্যে তা করা হয়;

🔹 প্রস্তাব গ্রহীতা তার সম্মতি জ্ঞাপন করলে প্রস্তাব দাতা প্রস্তাবে উল্লিখিত শর্ত পালন
করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে; এবং

(🔹) প্রস্তাব দাতা ও প্রস্তাব গ্রহীতার মধ্যে একটা চুক্তিগত সম্পর্ক সৃষ্টি করার অভিপ্রায়
থাকে।

➡️প্রস্তাব শর্তযুক্ত হতে পারে কিন্তু চুক্তিপত্র শর্তহীন ও সীমাহীন :প্রস্তাব এক বা একাধিক শর্তের অধীন হতে পারে। তবে প্রস্তাব গ্রহীতাকে সে সকল শর্তাবলি সম্পর্কে অবহিত করতে
হবে।

🔹সাধারণত লিখিত প্রস্তাবে শর্তাবলি লিখিত থাকে এবং সুযােগ থাকা সত্ত্বেও সেগুলি পাঠ
না করে যদি প্রস্তাব গ্রহীতা তা গ্রহণ করে তবে সে উক্ত শর্ত পালন করতে বাধ্য। এ বিধির
অবশ্য কতিপয় ব্যতিক্রম আছে।

🔹 যদি প্রস্তাব দাতা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে তবে প্রস্তাবগ্রাহী তা মানতে বাধ্য
নয়।

🔸 প্রস্তাবকারীর ঔদাসীন্য ও ত্রুটির জন্য প্রস্তাবের শর্ত প্রস্তাব গ্রহীতার পক্ষে জানা
সম্ভব নাও হাত পারে। যেমন, রিচার্ডসন স্পেন্স এন্ড কোম্পানি বনাম রনট্রি মামলায় বিবাদীর অবহেলার কারণে ক্ষতির ক্ষতিপূরণের জন্য বাদী মামলা দায়ের করে।

➡️বিবাদী এই অজুহাত উত্থাপন করে যে, টিকেটে মুদ্রিত শর্ত দ্বারা বিবাদী নিজেকে
দায়মুক্ত রেখেছে। কিন্তু শর্তাবলি অত্যন্ত ক্ষুদ্র টাইপে মুদ্রিত এবং তার উপরে লাল
কালির রেখাগুলিকে আরাে অস্পষ্ট করে তুলেছে।

🔹 আদালত রায় দেন যে, বাদী-
বিবাদীর শর্ত সম্পর্কে যথেষ্ট অবগত ছিল না, তাই ক্ষতিপূরণ তার প্রাপ্য।

🔹খ) সমস্যার সমাধান : চুক্তি গঠনের জন্য বিধি সম্মত প্রস্তাব ও গ্রহণ হতে হবে।

🔸 প্রস্তাব গ্রহণকারীর নিকট পেশ করতে হবে। একটি নির্দিষ্ট ব্যক্তির নিকট বা ব্যক্তিসাধারণের নিকট
প্রস্তাব পেশ করা যায়।

➡️কিন্তু যে কোনাে একজন প্রস্তাব মত কার্যসম্পাদন করলে তারা অহণ ও প্রতিদান সমাপ্ত হয়। কিন্তু প্রস্তাব সম্পর্কে কোনাে ব্যক্তি অত্তন্ত থাকলে তার সাথে কোনাে চুক্তি হয় না।

🔹ভারতীয় আদালত লাল মােহন শুক্লা বনাম গৌর দত্ত [1930, AJ, L, J, 480] এবং ব্রিটিশ আদালত বিভিন্ন মামলায় (যেমন Fitch VS, Snedarar 30 N, Y, 248, Williars vs, Carwardint (1833) 5 C. & P. 566] এরূপ সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই বাদী অইিনত উক্ত পুরস্কার দাবি করতে পারে না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *