➡️আদালতে বিচারাধীন প্রত্যেকটি মামলা বিচারকালে দু’ধরনের প্রশ্ন জড়িত
থাকে। এগুলি হচ্ছে আইনগত প্রশ্ন ও তথ্যঘটিত প্রশ্ন। যে সকল বিষয় এককভাবে আইন দ্বারা
নির্ধারণ করা যায় সেগুলিকে আইনগত প্রশ্ন বলে এবং যে সকল বিষয় ঘটনা বা তথ্যের সাথে সংশ্লিষ্ট সেগুলিকে তথ্যগত প্রশ্ন বলা হয়।
➡️আইনগত প্রশ্ন : আইনগত বা আইন সম্পর্কিত প্রশ্ন প্রধানত তিনটি অর্থে ব্যবহৃত হয় :
প্রথমত, যে প্রশ্নের উত্তর আইনে পাওয়া যায় তা আইনগত প্রশ্ন। প্রতিষ্ঠিত আইনের নীতি
দ্বারা বা বিধান দ্বারা যে বিষয় স্থিরীকৃত হয়েছে এবং তা অনুসরণ করতে আদালত বাধ্য থাকে
তা আইনের প্রশ্ন একটি খুনের জন্য কি শাস্তি হতে পারে তার উত্তর দণ্ডবিধিতে পাওয়া যাবে।কাজেই এটা একটা আইন সম্পর্কিত প্রশ্ন।
➡️দ্বিতীয়ত, কোনাে বিচার্য বিষয় বা কোনাে বিশেষ ক্ষেত্রে কোন্ আইন প্রযােজ্য হবে এবং
উক্ত আইনের যথার্থ ব্যাখ্যা কি হবে তা হচ্ছে আইন ঘটিত প্রশ্ন।
তৃতীয়ত, বিভিন্ন আদালতের এখতিয়ার বা কার্যক্ষেত্রের পরিসীমার প্রশ্নটি আইনগত।
একটি বিচার্য বিষয় কোন্ আদালতে বিচার হবে এবং কোন্ আইন প্রযােজ্য হবে তা আইনগত প্রশ্ন।
➡️তথ্যগত প্রশ্ন : আইনের ব্যাখ্যা ও প্রয়ােগ ছাড়া অপর সকল প্রশ্নগুলিকে তথ্যগত প্রশ্ন বলে গণ্য করা হয়।
🔹 তথ্যগত প্রশ্নকেও একাধিক অর্থে ব্যবহার করা হয়, এগুলি নিম্নরূপ :
🔹প্রথমত, তথ্যগত প্রশ্ন বলতে ঐ সকল প্রশ্নকে বুঝায় যেগুলির উত্তর আইনের কোনাে বিধানে বা প্রতিষ্ঠিত আইনের নীতিতে পাওয়া যায় না।
🔸দ্বিতীয়ত, যে সকল প্রশ্ন এককভাবে আইনের বিধান বা নীতি দ্বারা মীমাংসাযােগ্য নয়
সেগুলিকে তথ্যগত বা তথ্যঘটিত প্রশ্ন বলা যায় ।
🔹তৃতীয়ত, যে সকল প্রশ্নেব উত্তর বিচারকের পরিবর্তে জুরী কর্তৃক অর্থাৎ সাক্ষ্য প্রমাণ দ্বারা
পাওয়া যায় সেগুলি তথ্যগত প্রশ্ন।
🔸উদাহরণস্বরূপ খুনের শাস্তি মৃত্যুদণ্ড না অন্যকিছু তা
আইনের প্রশ্ন হলেও কে খুন করেছে তা তথ্যের ব্যাপার। তাই সাক্ষ্য প্রমাণ দ্বারা এটা প্রতিষ্ঠিত করতে হবে।
➡️আইনগত প্রশ্ন ও তথ্যগত প্রশ্ন পারস্পরিকের মধ্যে রূপান্তরিতকরণ ও পার্থক্য :
কতিপয় বিধানসাপেক্ষে তথ্যগত প্রশ্ন আইনগত প্রশ্নে রূপান্তরিত হতে পারে। বিচার
বিভাগীয় ব্যাখ্যা দ্বারা তথ্যগত প্রশ্নকে সাধারণ অর্থে আইনগত প্রশ্নে রূপান্তরিত করা যায়।
🔸আইন প্রণালীর অস্তিত্ব ও ক্রমবিকাশ, তথ্যগত প্রশ্ন এবং বিচার বিভাগীয় স্বেচ্ছাধীন ক্ষমতা
🔸মূলত আইনগত প্রশ্নে রূপান্তরের প্রতিফল। কোনাে বিশেষ আইনের বিধান অস্পষ্ট বা দ্ব্যর্থক
হলে বিচার বিভাগীয় ব্যাখ্যার প্রয়ােজন হয়। এই ব্যাখ্যা প্রদানে বিচার বিভাগের স্বেচ্ছাধীন ক্ষমতার বিষয়টি আইনের প্রশ্ন নয়, তথ্যের প্রশ্ন।
➡️কোনাে অপরাধের জন্য অভিযুক্ত করতে।
গেলে প্রথমেই যে প্রশ্নটি আসে তা হলাে উক্ত কাজটি অপরাধমুলক কি না এবং এটা হচ্ছে
একটা আইনগত প্রশ্ন। এরপর যে প্রশ্নটি আসে তা হলাে উক্ত ব্যক্তিই এ অপরাধ করেছে কি না ইহা একটি তথ্যের প্রশ্ন।
🔸কিন্তু সকল ক্ষেত্রেই তথ্যগত প্রশ্নের এরূপ রূপান্তর সম্ভব হয় না। মাঝে মাঝে একই প্রশ্ন
আংশিকভাবে আইনের প্রশ্ন এবং আংশিকভাবে তথ্যের প্রশ্ন হিসেবে দেখা দিতে পারে। একটি
অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অংশীদারিত্ব হচ্ছে আইনের প্রশ্ন এবং অংশীদারদের
পরিচয় তথ্যের প্রশ্ন।এছাড়া বিদেশের আইন সংক্রান্ত প্রশ্ন দেশে তা তথ্যগত প্রশ্ন।
➡️আইনগত প্রশ্ন : আইনগত বা আইন সম্পর্কিত প্রশ্ন প্রধানত তিনটি অর্থে ব্যবহৃত হয় :
প্রথমত, যে প্রশ্নের উত্তর আইনে পাওয়া যায় তা আইনগত প্রশ্ন। প্রতিষ্ঠিত আইনের নীতি
দ্বারা বা বিধান দ্বারা যে বিষয় স্থিরীকৃত হয়েছে এবং তা অনুসরণ করতে আদালত বাধ্য থাকে
তা আইনের প্রশ্ন। একটি খুনের জন্য কি শাস্তি হতে পারে তার উত্তর দণ্ডবিধিতে পাওয়া যাবে।
কাজেই এটা একটা আইন সম্পর্কিত প্রশ্ন।
দ্বিতীয়ত, কোনাে বিচার্য বিষয় বা কোনাে বিশেষ ক্ষেত্রে কোন্ আইন প্রযােজ্য হবে এবং উক্ত আইনের যথার্থ ব্যাখ্যা কি হবে তা হচ্ছে আইন ঘটিত প্রশ্ন।
➡️তৃতীয়ত, বিভিন্ন আদালতের এখতিয়ার বা কার্যক্ষেত্রের পরিসীমার প্রশ্নটি আইনগত ।
একটি বিচার্য বিষয় কোন্ আদালতে বিচার হবে এবং কোন্ আইন প্রযােজ্য হবে তা আইনগত প্রশ্ন।
🔸তথ্যগত প্রশ্ন : আইনের ব্যাখ্যা ও প্রয়ােগ ছাড়া অপর সকল প্রশ্নগুলিকে তথ্যগত প্রশ্ন বলে গণ্য করা হয়। তথ্যগত প্রশ্নকেও একাধিক অর্থে ব্যবহার করা হয়, এগুলি নিম্নরূপ:
প্রথমত, তথ্যগত প্রশ্ন বলতে ঐ সকল প্রশ্নকে বুঝায় যেগুলির উত্তর আইনের কোনাে বিধানে বা প্রতিষ্ঠিত আইনের নীতিতে পাওয়া যায় না ।
➡️দ্বিতীয়ত, যে সকল প্রশ্ন এককভাবে আইনের বিধান বা নীতি দ্বারা মীমাংসাযােগ্য নয়
সেগুলিকে তথ্যগত বা তথ্যঘটিত প্রশ্ন বলা যায়।
তৃতীয়ত, যে সকল প্রশ্নের উত্তর বিচারকের পরিবর্তে জুরী কর্তৃক অর্থাৎ সাক্ষ্য প্রমাণ দ্বারা
পাওয়া যায় সেগুলি তথ্যগত প্রশ্ন। উদাহরণস্বরূপ খুনের শাস্তি মৃত্যুদণ্ড না অন্যকিছু তা
আইনের প্রশ্ন হলেও কে খুন করেছে তা তথ্যের ব্যাপার। তাই সাক্ষ্য প্রমাণ দ্বারা এটা প্রতিষ্ঠিত করতে হবে।