FOR ADMISSION PLEASE CALL US ON 01827125359

আবেদন করার ফর্ম

  • ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এল এল বি প্রিলি কোর্সে ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ১ জানুযারি ২৩ বিকাল ৪ টা থেকে শুরু হয়ে ১০ জুন ছয়টা পর্যন্ত( আসন পূরণ হওয়ার শর্ত সাপেক্ষে) চলবে।
  • ডেমরা ল’ কলেজ ঢাকা এর ওয়েব সাইট থেকে প্রার্থীদের অনলাইন আবেদন ফরম পূরন করতে হবে এবং ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।উলেখ্য যে,প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারী কর্তৃক প্রদত্ত ছবি/কোন তথ্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রমানিত হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গন্য হবে।

অনলাইন আবেদনের প্রয়োজনীয় নির্দেশনা:
১.অনলাইন আবেদনে প্রতিটি অংশ নির্ভুলভাবে পূরন করতে হবে।

২.আবেদনের সাথে অর্নাস/ডিগ্রি এর সার্টিফিকেট ও মার্কশিট স্কেন করে ১০০ কে,বি এর মধ্যে পিডিএফ আকারে সংযুক্ত করতে হবে।

৩.এ সময় অন্যকোনো কোর্সে ভর্তি থাকা যাবে না এবং ওই সংক্রান্ত একটি Declaration form পূরন করে ২০০ কে বি এর মধ্যে পিডিএফ আকারে সংযুক্ত করতে হবে।

৪.আবেদন কারীর একটি ছবি যার উচ্চতা ১৫px প্রসস্ত ১২px জেপিজি ফরমেটে সংযুক্ত করতে হবে।

৫.অনলাইন আবেদনের ফরমটি প্রিন্ট করে আবেদনকারী নিচে স্বাক্ষর করবেন এবং ৪ কপি ছবি ও এস.এস.সি থেকে অর্নাস পর্যন্ত সকল সার্টিফিকেট মার্কশিটের এক সেট ফটোকপি এবং ডিকলারেশন ফরম কলেজে জমা দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।

৬.যে কোন ভর্তি বাতিলের ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষন করে।

৭. অনলাইন আবেদনে কোন সমস্যা দেখা দিলে সরাসরি কলেজে এসে আবেদন করা যাবে.

৮. লাইব্রেরী সদস্য হতে হলে লাইব্রেরী সদস্য কার্ড আলাদাভাবে সংগ্রহ করতে হবে.

FOR ADMISSION PLEASE CALL US ON 01827125359

By admin