কলেজের পৃষ্ঠ পোষক ও পরিচালনা বোর্ডে যাহারা আছেন :
- এডভোকেট গরীব নেওয়াজ, সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং কলেজের গভর্নিং
বর্ডির চেয়ারম্যান।
- এডভোকেট মোঃ ইস্কান্দার আলী মিঞা, (বাংলাদেশ সুপ্রীম কোর্ট) এম.এম., এলএল.বি (ঢাঃ বিঃ), এলএল.এম (ফাষ্ট ক্লাশ)- ও প্রাক্তন অধ্যক্ষ
- এডভোকেট আওলাদ হোসেন খান, (বাংলাদেশ সুপ্রীম কোর্ট) এম.এ., এলএল.বি- সিনিয়র লেকচারার ও প্রতিষ্ঠাতা সদস্য
- এডভোকেট ড.মোঃ বশির উল্যাহ, (বাংলাদেশ সুপ্রীম কোর্ট) পি.এইচ.ডি, ডেপুটি এটর্নি জেনারেল , সিনিয়র লেকচারার ও প্রতিষ্ঠাতা সদস্য
কলেজের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী
১। আখনূখ জাবিউল্লাহ, এলএল.বি (অনার্স), ইউনিভার্সিটি অব ওয়েলস, জি.ডি.এল., বিপিপি ইউনিভার্সিটি অব প্রফেশনালস (ইউ.কে.), এলএল.এম. (আন্তর্জাতিক বাণিজ্যিক আইন) আয়ারল্যান্ড (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ
২। এডভোকেট মোঃ সাইদুল ইসলাম সেলিম, (বাংলাদেশ সুপ্রীম কোর্ট) (ভারপ্রাপ্ত) উপাধ্যক্ষ
৩। এডভোকেট কে.এম. যুবায়ের, (বাংলাদেশ সুপ্রীম কোর্ট) এম.এ., এলএল.বি- সিনিয়র লেকচারার
৪। এডভোকেট আবুল কালাম, (বাংলাদেশ সুপ্রীম কোর্ট) এম.এস.সি, এলএল.বি- সিনিয়র লেকচারার
৫। এডভোকেট মৌত্রি বকসি মৌ, এলএল.বি (অনার্স), এলএল.এম (ফাষ্ট ক্লাস)
৬। সায়েকা সুলতানা, এলএল.বি (অনার্স), এলএল.এম (ফাষ্ট ক্লাস)
৬. এডভোকেট বীথি আক্তার, এলএল.বি (অনার্স), এলএল.এম (ফাষ্ট ক্লাস)
শিক্ষক মন্ডলী প্রায় সকলেই অভিজ্ঞতা সম্পন্ন ও প্রতিষ্ঠিত আইনজীবি, মেধাবী লেখক, গবেষক অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে তাহারা পাঠ দান করে থাকেন। নোট ও সাজেশন দেন এবং পরীক্ষার্থীদের পরীক্ষায় উর্ত্তীন হওয়ার উপযোগী করার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করেন। ক্লাশ ঞবংঃ টিউটোরিয়াল এর ব্যবস্থা আছে।