এলএলবি ভর্তির যোগ্যতা

আইন কলেজে ভর্তির যোগ্যতা: সরকারি ল কলেজে ভর্তির যোগ্যতা

ডিগ্রী (৩ বছর মেয়াদী)/অনার্স/ফাজিল পরিক্ষায় ৪০% নম্বর অথবা ২ পয়েন্ট থাকতে হবে। একই শিক্ষাবর্ষে অন্যকোন কোর্স করা যাবে না।

প্রয়োজনীয় কাগজপত্র :

সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করিতে হইবে এবং  ১কপি করে ফটোকপি ভর্তির সময় জাম দিতে হইবে।

১। মাধ্যমিক হইতে ডিগ্রি পর্যন্ত সকল সার্টিফিকেট।

২। উক্ত সকল পরীক্ষার নম্বরপত্র।

৩। পাসপোর্ট সাইজের ৪কপি ছবি |

শিক্ষাবর্ষের শুরুতে খরচ

ক্রমিক নংবিবরণপরিমাণ
০১প্রাথমিক আবেদন৫০০ টাকা
০২ভর্তি ফি৫৮০০ টাকা
০৩রেজিষ্ট্রেশন ফি১২০০ টাকা
মোট টাকা৭,৫০০ টাকা

কথায় : সাত হাজার পাঁচশত টাকা মাত্র।

শিক্ষাবর্ষ চলাকালীন খরচ

ক্রমিক নংবিবরণপরিমাণ
০১মাসিক বেতন১০০০ টাকা
০২বিলম্ব ফি৫০ টাকা (প্রতিমাসে)
০৩ফরম ফিলআপ৫৫০০ টাকা

১১। বিঃ দ্রঃ

(১)        জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রেজিঃ ফি ও ফরম ফিলআপ কম-বেশী হতে পারে।

(২)        ভর্তির সময় প্রদেয় মাসিক বেতন বাদে বাকী বেতন প্রতিমাসের ১০তারিখের মধ্যে প্রদান

     করিতে হইবে।

(৩)        যে কোন ভর্তি গ্রহণ বা বাতিল জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

বিস্তারিত তথ্যের জন্য: